হাওড়ার বালিখাল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি...
আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।
জানা গিয়েছে, বালিঘাট স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টোদিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া গ্যারেজে আগুন লাগে। দ্রুত গ্যারেজের পাশেও আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে যে ঝুপড়ি ছিল, সেগুলি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঝলসে যায় বেশ কয়েকটি বাসও। দমকলের ছয়টি ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের অনুমান, কোনও দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গ্যারেজের পাশের ঝুপড়িগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা নেই।