• কারখানার মধ্যেই সঙ্গীকে ধারালো অস্ত্রের কোপ, মৃত এক, আহত হাসপাতালে চিকিৎসাধীন 
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডোমজুড় বাঁকড়ায় কারখানার মধ্যে খুন হলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে কারখানাতেই তাঁর দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর এক সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া বাঁকড়ার নিউ মণ্ডলপাড়ায় একটি চেয়ার তৈরির কারখানার ঝাড়খণ্ডের দুই যুবক জার্জিস আনসারি ও ফাইমে আনসারি কাজ করত এবং ওখানেই থাকত। বৃহস্পতিবার রাতে কোনও কারণে দু’‌জনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরেই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা শুরু করে। ঘটনাস্থলে মৃত্যু হয় জার্জিসের। পরে জানাজানি হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাইমে আনসারির স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে। সে গুরুতর আহত। শুক্রবার এলাকায় পৌঁছেছে ডোমজুড় ও বাঁকড়া ফাঁড়ির পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে‌।
  • Link to this news (আজকাল)