আজকাল ওয়েবডেস্ক: ঠান্ডার নামমাত্র নেই। সরস্বতী পুজোর আগেই এই অবস্থা! গায়ে শোয়েটার, চাদর রাখাই কঠিন হয়ে পড়েছে।
রবি ও সোমবার দু’দিন ধরেই এবার সরস্বতী পুজো। হাওয়া অফিস জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য নামতে পারে তাপমাত্রা। আর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এবারের মতো বঙ্গ থেকে বিদায় নেবে শীত।
এদিকে শুক্রবার সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। রোদের দেখা মেলেনি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। ভোরের দিকে জেলাগুলোতে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বেড়েছে গরম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার–পাঁচদিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের দার্জিলিং–সহ চার জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদা জেলায়। আগামী ৪–৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলায় স্বাভাবিকের উপরে উঠবে পারদ।