এক ধাক্কায় ৬ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, বাংলা থেকে বিদায়ের পথে শীত?
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারিতেই বাংলা থেকে বিদায়ের পথে শীত। এক ধাক্কায় ৬ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। সঙ্গে গুমোট আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সরস্বতী পুজোতেও এমন গুমোট গরম থাকবে। তবে মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে শহরে। হাওয়া অফিস সূত্রে আরও খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কিন্তু তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। আজ, শুক্রবার সকালে ঘন কুয়াশার আধিক্য ছিল। তবে আজ সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।