বাইপাসে ছুরিবিদ্ধ তরুণীর মৃত্যু, বাবার বিবাহ বহিভূত সম্পর্কের প্রতিশোধ নিতেই হামলা নাবালক পুত্র এবং মায়ের
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার রাতে বাইপাসে আক্রান্ত তরুণীর মৃত্যু হল এনআরএস হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এক মহিলা এবং নাবালক সহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, নিহত তরুণীর নাম রোফিয়া শাকিল। তিনি নারকেলডাঙার রাজা রাজনারায়ণ স্ট্রিটের বাসিন্দা। মহম্মদ ফারুক আনসারি নামের এক যুবকের সঙ্গে ওই তরুণী বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার রাতে বাইপাসের একটি চায়ের দোকানে দু’জনে চা খেতে এসেছিলেন। সেই সময়ে ফারুকের স্ত্রী শাহজাদি ফারুক, তাঁর ১৬ বছরের নাবালক পুত্র এবং ওয়াসিম আক্রম নামের এক যুবক তাঁদের উপর চড়াও হন। তাঁদের সেখানে দেখেই ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর তরুণীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শাহজাদি এবং ওই নাবালক। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।
অভিযোগ, সেই সময় আচমকা পকেট থেকে একটি ছুরি বার করে ওই নাবালক তরুণীকে এলোপাথাড়ি কোপান। তার মা শাহজাদি এবং অপর যুবক ওয়াসিম গোটা ঘটনায় তাকে সাহায্য করেছিল। তরুণীটি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও পারেননি। এরপরই স্থানীয় বাসিন্দারা তিন অভিযুক্তকে ধরে ফেলেন। পরে প্রগতি ময়দান থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করে।
গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত ছিল। তাছাড়া তাঁর গলায় গভীর ক্ষত ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিন জনকে জিজ্ঞাসা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনার পর থেকে শাহজাদি স্বামী ফারুকের কোনও হদিশ মেলেনি। পুলিস তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বিলাসবহুল গাড়ি করে ফারুক এবং রোফিয়া বাইপাসের ওই চায়ের দোকানে এসেছিলেন। অন্য একটি গাড়িতে তাঁদের অনুসরণ করে ফারুকের স্ত্রী, নাবালক পুত্র এবং অপর যুবক সেখানে পৌঁছয়। তারপরই এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকেই হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।