'আরজি কর হাসপাতাল কি সোনাগাছি?, তাহলে এখনই বন্ধ হোক', মন্তব্য নির্যাতিতার মায়ের
হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
আরজি কর হাসপাতাল কি সোনাগাছি? এমনই প্রশ্ন তুললেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা। সম্প্রতি সংবাদমাধ্যম বাংলা হান্টের সাক্ষাৎকারে নির্যাতিতার মা বলেন, ‘যদি মনে করেন, একা সঞ্জয় রায় এসে এই কাজ করে চলে গিয়েছে, কেউ কিচ্ছু টের পায়নি, তাহলে আমার শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত হল, হাসপাতালের কেউ জানতে পারল না, তাহলে আরজি কর হাসপাতাল কি সোনাগাছি? আরজি কর হাসপাতাল তাহলে এখনই বন্ধ করা হোক।’
তিনি প্রাক্তন আইপিএস অফিসারের যে মন্তব্যের রেশ সেই কথা বলেছেন, তা নিয়ে মাসকয়েক আগে তুমুল বিতর্ক হয়েছিল। আরজি কর কাণ্ড নিয়ে একটি আলোচনাসভায় প্রাক্তন আইপিএস অফিসার বলেছিলেন, ‘জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না।’
ওই মন্তব্যের জন্য সেইসময় একটি অংশের তরফে সমালোচনার ঝড় উঠেছিল।যদিও কলকাতা হাইকোর্টে প্রাক্তন আইপিএস অফিসারের আইনজীবী দাবি করেছিলেন, তাঁর মক্কেল মহিলাদের অসম্মান করতে চাননি। নিরাপত্তাহীন জায়গার উদাহরণ হিসেবে সেটা বলতে চেয়েছিলেন। কোনও মহিলার উদ্দেশ্যে কিছু বলেননি।
সেই বিতর্কের মধ্যেই ৩০ নভেম্বর প্রয়াত হন প্রাক্তন আইপিএস অফিসার। উত্তরপ্রদেশের বারাণসীতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেইসময় ‘সেরিব্রাল অ্যাটাক’ হয়েছিল। মাসখানেক বারাণসীর হাসপাতালে ভরতি ছিলেন। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ৭৩ বছরের প্রাক্তন আইপিএস অফিসারের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল।
বিজেপির অভিযোগ ছিল, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে মন্তব্যের জন্য থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে থানায় ডেকে প্রাক্তন আইপিএস অফিসারকে হেনস্থা করেছিল পুলিশ। মানসিক আঘাত পেয়েছিলেন। তার জেরেই প্রাক্তন আইপিএস অফিসারের মৃত্যু হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল। এমনকী তাঁকে 'খুন' করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, পঙ্কজবাবু অভিজ্ঞ পুলিশ অফিসার ছিলেন। একদিন পুলিশ তলব করার জন্য তাঁর সেরিব্রাল অ্যাটাক কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল।