• জামিনে জেলমুক্তির ১৫ দিন যেতে না যেতেই ২টি বিধানসভা কমিটিতে স্থান পেলেন বালু
    হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
  • কয়েকদিন আগেই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। আর জামিনে বেরিয়ে আসা সেই জ্যোতিপ্রিয়কে এবার বিধানসভার দু’টি কমিটিতে জায়গা দেওয়া হল। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দীর্ঘ ১৫ মাস পরে বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। জামিনের শর্ত হিসেবে আপাতত তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। তবে সেদিন দলের মুখ্য় সচেতক নির্মল ঘোষের সঙ্গে দেখা করেন বালু। আর এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঠাঁই পেলেন বিধানসভার দু'টি কমিটিতে।


    রিপোর্ট অনুযায়ী, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়কে আপাতত বিধানসভায় বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। সেই সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাঁকে। উল্লেখ্য, এই প্রথম কোনও কমিটির সদস্য হলেন জ্যোতিপ্রিয়। এর আগে তৃণমূল জমানায় শুরু থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে বিধানসভার কোনও কমিটিতে ছিলেন না তিনি। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরে মন্ত্রিত্ব খোয়াতে হয় জ্যোতিপ্রিয়কে। এহেন বালু জেল থেকে ছাড়া পেলেও এখনই মন্ত্রিত্ব ফিরে পাচ্ছেন না। আর সেই কারণেই কমিটি পেলেন জ্যোতিপ্রিয়। এদিকে জানা গিয়েছে, হাবড়ার বিধায়ক হিসেবে এলাকার উন্নয়ন সংক্রান্ত খোঁজ খবর নিচ্ছেন বালু। এর জন্যে স্থানীয় কাউন্সিলর এবং নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন।

    এদিকে আগে মন্ত্রী হিসাবে তিনি যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তেমনটা আর নেই। তবে কমিটি সদস্য হিসেবে এবার ফের বাড়তি ভাতা এবং সুযোগ সুবিধা পাবেন বালু। উত্তর ২৪ পরগনার অত্যন্ত দাপুটে নেতা হিসাবেই পরিচিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। একটা সময় ছিলেন খাদ্যমন্ত্রী। তখন রাজ্য জুড়েই জ্যোতিপ্রিয়র প্রভাব ছিল চোখে পড়ার মতো। পরে তিনি বনমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এখন তিনি কেবলমাত্র বিধায়ক। তবে জেল থেকে ছাড়া পেতেই তাঁকে যেভাবে বিধানসভার ২টি কমিটিতে ঠাঁই দেওয়া হল, তাতে এটা স্পষ্ট যে দলে তাঁর গুরুত্ব কমেনি।

    উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয়কে। রেশন দুর্নীতি মামলায় ইডি তাকে গ্রেফতার করেছিল। এরপর ২০২৫ সালের ১৫ জানুয়ারি বিশেষ ইডি আদালতে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ও ২৫ হাজার টাকার দুটি বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে বালুকে জেল থেকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)