• পাশে পড়ে স্কুটি, সল্টলেকের জনবহুল ব্যস্ত রাস্তায় মিলল যুবকের রক্তাক্ত দেহ!
    ২৪ ঘন্টা | ৩১ জানুয়ারি ২০২৫
  • নান্টু হাজরা: রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধার সল্টলেকে। মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। পাশেই পড়েছিল ওই যুবকের স্কুটিটি। কী কারনে মৃত্যু এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিস। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভিক্টর গাঙ্গুলী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৫ নাম্বার ট্যাঙ্কের কাছে রাস্তায়।

    রাতের অন্ধকারে রাস্তায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সল্টলেকে। সূত্রের খবর, গতকাল রাত দেড়টা নাগাদ সল্টলেকে ৫ নম্বর জলের ট্যাংকের কাছে রাস্তায় এক যুবককে স্কুটি নিয়ে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য ভাবে পড়ে থাকতে দেখেন এক পথচারী। এরপরই বিধাননগর উত্তর থানায় বিষয়টি জানান ওই ব্যক্তি। খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিস এসে ওই আহত যুবককে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর মৃত যুবকের নাম ভিক্টর গাঙ্গুলি। বয়স ৩০ বছর। কী কারণে এই যুবকের মৃত্যু হয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিস।

    উল্লেখ্য, ওদিকে কলকাতার ইএম বাইপাসে ঘটে গিয়েছে আরও একটি হাড়হিম কাণ্ড। বাবার সঙ্গে পরকীয়ার জেরে রাগ! আর সেই রাগে বাবার প্রেমিকার উপর হামলা চালায় নাবালক ছেলে। এলোপাথাড়ি কোপায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছে গুরুতর জখম আশঙ্কাজনক ওই তরুণীর। সম্পর্কের টানাপোড়েনের জেরেই ওই নাবালক এই কাণ্ড ঘটায় বলে অনুমান পুলিসের। খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নাবালক, তার মা ও অন্য একটি ছেলেকে। নিহত তরুণীর নাম রোফিয়া সাকিল। 

  • Link to this news (২৪ ঘন্টা)