জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইএম বাইপাসে হাড়হিম কাণ্ড। ইতোমধ্যেই জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর হাসপাতালে মৃত্যু হয়েছে। এনআরএসে চিকিত্সাধীন থাকাকালীন মৃত্যু। খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে একজন নাবালক। সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন, অনুমান পুলিসের।
জানা গিয়েছে, অভিযুক্ত নাবালকের বাবার সঙ্গে নিহত তরুণীর বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। যার জেরেই নাবালক, তার মা এবং অন্য একটি ছেলে এই ভয়ংকর ঘটনা ঘটায়। আরও জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রোফিয়া সাকিল।
তদন্তে জানা যায়, মহম্মদ ফারুক আনসারি সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন ২৪ বছরের রোফিয়া সাকিল। ঘটনার দিন রোফিয়া ফারুকের সঙ্গে গাড়ি করে ইএম বাইপাসের কাছে চায়ের দোকানে আসে। দুজনে চা খাচ্ছিল। অন্যদিকে ফারুকের গাড়ির জিপিএস ট্র্যাক করে বাইকে করে সেখানে হাজির হয় তার ১৬ বছরের ছেলে মহম্মদ আরসলাম, তার স্ত্রী শাহজাদি ফারুক এবং ২২ বছরের ওয়াসিম আকরম। আচমকাই ১৬ বছরের আরসলাম ছুরি দিয়ে রোফিয়া শাকিলকে এলোপাথারি আক্রমণ করে। প্রাণে বাঁচতে দৌড় লাগায় তরুণী। কর্তব্যরত পুলিসকর্মীরা তরুণীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত যুবক-সহ তাঁর দুই সঙ্গীকে আটক করেছে পুলিস। ইতোমধ্যেই নিহত তরুণীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তদন্তে আরও জানা গিয়েছে, ওয়াসিম আকরম অভিযুক্ত নাবালকের খুড়তুতো ভাই। আক্রমণ থেকে পালানোর চেষ্টা করার সময় নির্যাতিতাকে ধরে রাখতে সাহায্য করেছিল আকরম। অন্যদিকে, হামলার সময় মহম্মদ ফারুক আনসারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিস এখনও পর্যন্ত তার হদিশ পায়নি। এমনকী ফারুকের ফোনও বন্ধ বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে প্রগতি ময়দান থানা।