• নিয়োগ দুর্নীতি মামলার পার্থদের নথি দিতে দেরি, ফের আদালতে প্রশ্নের মুখে CBI
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • আলিপুরের পর এ বার বিচার ভবনে সিবিআই আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হলো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ঠিক সময়ে অভিযুক্তদের আইনজীবীদের প্রয়োজনীয় নথি সরবরাহ করা নিয়ে সিবিআই-এর ভূমিকায় প্রশ্ন তুলেছে আদালত। কেন নথি দিতে দেরি হচ্ছে, শুক্রবার তা সিবিআই-এর কাছে জানতে চান বিচারক। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, হুগলির প্রোমোটার অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের। বিচার শুরুর আগে আইনজীবীদের মামলার নথি দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা না দেওয়ায় সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

    এ দিকে বৃহস্পতিবারই আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে না জানানোর জন্য তদন্তকারী অফিসারকে শো-কজ় করে আলিপুর আদালত। এ বার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই-এর প্রশ্নের মুখে পড়ল সিবিআই।

    বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট এ দিন তলব করে আদালত। সিবিআই আদালতে জানায়, তারা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। তাঁকে আগামী ৫ ফেব্রুয়ারি সশরীরে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। গত ৪ দিন অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। শুক্রবার বিষয়টি বিচারভবনে জানায় সিবিআই। তারই প্রেক্ষিতে ‘কাকু’-র আইনজীবীকে এই নির্দেশ দেয় আদালত।

  • Link to this news (এই সময়)