• মামাবাড়িতে চুরি করতে এসে পাকড়াও খোদ ভাগ‍নে!
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • এই সময়, দুর্গাপুর: ‘মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই।’ হয়তো এই ভাবনা নিয়েই মামাবাড়িতে চুরি করতে গিয়েছিল ভাগনে। কিন্তু শিশুপাঠ্যের ছড়া কি আর বাস্তবে খাটে? চুরির সময়ে সিসিটিভি ক্যামেরায় উঠে গেল গুণধর ভাগনের ছবি।

    সেই ছবি দেখে ভাগনেকে শনাক্ত করে ফেলেন মামা। তবে ভাগনেকে ‘কিল, চড়’ মারেননি মামা। বদলে পুলিশে খবর দেন তিনি। এর পরই পুলিশ এসে গ্রেপ্তার করে ভাগনে রমেশ কেওটকে। বুধবার রাতে ঘটনাটি ঘটে অন্ডাল থানা এলাকার লছিপুর খনি আবাসনে। বৃহস্পতিবার সকালে রমেশকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে খনিকর্মী সঞ্জয় কেওটের বাড়িতে চুরি হয়। চুরি যায় মোবাইল সমেত বেশ কিছু দামি সামগ্রী। রাতেই তদন্তে আসে পুলিশ। পরীক্ষা করে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢুকছে। কিছু পরে ওই যুবক ফের সিঁড়ি দিয়ে নেমে আসে।

    সেই ছবি দেখে সঞ্জয় বুঝতে পারেন, এ তো আর কেউ নয়, স্বয়ং তাঁর ভাগনে! সঞ্জয় বলেন, ‘ও সম্পর্কে আমার ভাগনে। অন্ডালের সিঁদুলিতে থাকে। পুলিশ ওকে গ্রেপ্তার করেছে তবে এখনও পর্যন্ত চুরির সামগ্রী উদ্ধার করা যায়নি। আমি ভাবতেই পারছি না, শেষে কি না ভাগনে আমার বাড়িতেই চুরি করতে এলো!’

  • Link to this news (এই সময়)