• বন্দুক উঁচিয়ে সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের একাই রুখে দিলেন মহিলা জওয়ান
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • বাংলাদেশি চোরাকারবারিদের অনুপ্রবেশ একাই রুখে দিলেন বিএসএফের এক মহিলা জওয়ান। তিনি পরিস্থিতি সামলাতে গুলি চালালে এলাকা থেকে চম্পট দেয় পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার খুঁটাদহ সীমান্তে। বৃহস্পতিবার ভোরে কুয়াশার সুযোগ নিয়ে আট থেকে দশজনের সশস্ত্র দুষ্কৃতী দল এ পারে আসার চেষ্টা করে বলে অভিযোগ।

    দূর থেকে দেখতে পেয়ে বন্দুক উঁচিয়ে তাড়া করেন বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের ওই মহিলা জওয়ান। তাঁকে লক্ষ্য করে পাল্টা ইট, পাথর ছুড়ে জখম করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। সে সময়ে বাধ্য হয়ে এক রাউন্ড গুলি চালান সীমান্ত রক্ষী বাহিনীর মহিলা কনস্টেবল।

    পরিস্থিতি বেগতিক দেখে সীমান্তের ও পারে জঙ্গলে লুকিয়ে যায়‌ পাচারকারীরা। গুলির শব্দে সীমান্তের আশপাশে পাহারায় থাকা অন্য জওয়ানেরাও ছুটে আসেন। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে বিএসএফের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঘটনার পরে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের ওই মহিলা কনস্টেবলের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন বিএসএফ কর্তারা। যদিও তাঁর নাম সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।

    জানা গিয়েছে, মালদা জেলার হবিবপুর থানার ভারত–বাংলাদেশ সীমান্তের খুঁটাদহ এলাকার বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনও শেষ হয়নি। তবে সীমান্তের সেই সব জায়গায় বিএসএফের কড়া নজরদারি রয়েছে। এ দিন ভোরে বাংলাদেশি দুষ্কৃতীদের ৮–১০ জনের একটি দল ওই খোলা সীমান্ত দিয়ে এ পারে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। গোরু, মোষ তুলে নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার মতলব ছিল তাদের। কিন্তু সে সময়ে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত এক মহিলা জওয়ানের নজরে আসে বিষয়টি।

    গত ১৮ জানুয়ারি মালদার বৈষ্ণবনগর থানার সুকদেবপুরের ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘাত বাঁধে। সেই সময়ে দুই সীমান্তের গ্রামবাসীদের মধ্যে ব্যাপক গোলমাল হয়। সীমান্তের ও পার থেকে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। পাল্টা বিএসএফকে কাঁদানে গ্যাসের সেল ছুড়তে হয়।

    এরপর থেকেই ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা রয়েছে। এরই মধ্যে মালদার হবিবপুরে খোলা সীমান্ত দিয়ে চোরাকারবারিদের অপরাধ আটকে দিয়েছে বিএসএফ। প্রথমে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার সময়ে সতর্ক করা হয় বাংলাদেশি দুষ্কৃতীদের। কিন্তু সেই মুহূর্তে দুষ্কৃতীরা মহিলা বিএসএফ জওয়ানকে একা পেয়ে ইট, পাথর ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবশেষে বাধ্য হয়ে তিনি এক রাউন্ড গুলি ছোড়েন।

    বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ‘মহিলা জওয়ানের সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছি। দেশরক্ষার জন্য সীমান্তে জীবন দিয়ে নজরদারি চালাচ্ছে বিএসএফ।’ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘সীমান্তে যাতে কোনও রকম অপরাধ না ঘটে সেটা আমরা চাই। ওই মহিলা জওয়ানের সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য।’

  • Link to this news (এই সময়)