• ফার্মা ইমপেক্সের তৈরি ১৭টি ওষুধ ব্যবহার সরকারি হাসপাতালে নিষিদ্ধ করল স্বাস্থ্যভবন
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • ফার্মা ইমপেক্স সংস্থার একাধিক ব্যাচের আইভি ফ্লুইডে পাওয়া গিয়েছিল ফাঙ্গাস। এই সংস্থাকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। এ বার রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে ওই সংস্থার তৈরি ১৭টি ওষুধের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিলো স্বাস্থ্য ভবন। বারুইপুরে ফার্মা ইমপেক্স সংস্থার প্ল্যান্ট পরিদর্শন করেন বিশেষজ্ঞরা। সেই সময়েই সংস্থার ফ্লুইড গুণগত মানের ভিত্তিতে পাশ করতে পারেনি। এ বার সংস্থার তৈরি ১৭টি ওষুধের ব্যবহারও সরকারি হাসপাতালে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো।

    কোন কোন ওষুধের ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

    ১.Amoxicillin Cap I.P 500 mg

    ২. Ciprofloxacin Inj. I.P. 2mg/ml

    ৩. Dextrose Inj.I.P. 25% in 100 ml bot.

    ৪. Dextrose Solution Inj. I.P. 5% (Flow, Fill & seal Process)

    ৫. Metronidazole Infusion I.P. 5 mg/ ml.- Bot. of 100ml

    ৬. Sodium Chloride & Dextrose Injection I.P. (Form, Fill & Seal Process)

    ৭. Sodium Chloride Infusion (3%)

    ৮. Sodium Chloride Inj. IP 0.9% w/v 100 ML FFS

    ৯. Cefepime Inj. 1 gm./Vial

    ১০. Ampicillin sodium inj. I.P. 500mg / vial.

    ১১. Dextrose Inj. 10% (650 mosm/L) Hypertonic

    ১২. Levofloxacine Infusion 5 mg/ml- 100 ml Bottle

    ১৩. Mannitol Infusion I.P 20% -100 ml Bottle

    ১৪. Oflxacin Infusion 200mg/100ml

    ১৫. Paediatric Maintenance Electrolyte Solution

    ১৬. Paracetamol Infusion 1000mg/100 ml

    ১৭. Sodium Chloride Inj. IP 0.9% (Normal or Istonic Saline) Na+154mmol/L,CL-154

    mmol/L(FFS Process)

    উল্লেখ্য, শিলিগুড়ির সংস্থা ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন (রিঙ্গার্স ল্যাকটেট)-এর ব্যবহার বন্ধ করার পরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিকে ‘ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিস প্রাইভেট লিমিটেড’-এর থেকে স্যালাইন কেনার জন্য প্রথমে নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের দামেই ফার্মা ইমপেক্স সব ধরনের ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইড সরবরাহ করতে রাজি হয়েছিল। যদিও এই সংস্থার প্লান্ট পরিদর্শন করে অসন্তুষ্ট হয় ড্রাগ কন্ট্রোল। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।

  • Link to this news (এই সময়)