• পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় মৃত্যু বৃদ্ধের, গ্রেফতার ৫, বাজেয়াপ্ত গাড়ি
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • বুধবার ভোরে চন্দননগর তেমাথায় বৃদ্ধ এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল চারচাকা একটি গাড়ি। গুরুতর জখম বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই ঘটনায় শুক্রবার ওই গাড়ির চালক-সহ ৫ আরোহীকে গ্রেপ্তার করল পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গত বুধবার ভোরে চন্দননগর ২৩ নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণীর বাসিন্দা মধুসূদন বঙ্গ (৭৪) সাইকেল চালিয়ে মানকুন্ডু স্টেশনে যাচ্ছিলেন। সেই সময়ে WB02AC0510 নম্বরের একটি মারুতি গাড়ি প্রথমে তাঁকে ধাক্কা মারে। তিনি রাস্তায় পড়ে যেতেই তাঁকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা পথ নিয়ে যায় গাড়িটি। পরে বেগতিক দেখে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চম্পট দেন চালক। দুর্ঘটনার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়।

    রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। চন্দনগর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ি ও তার চালকের সন্ধান পায়। গাড়ির মালিক সনু রুই দাস (৩০), গাড়ি চালক সুভাষ চন্দ্র ঘোষ (৩৮), সুরজিৎ দাস (২২), বিশ্বজিৎ দাস (২৬), গৌতম কুর্মি (৩১) এই পাঁচজনকেই পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে।

    চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক বৃদ্ধকে পিষে মারে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি। আমরা তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারি অভিযুক্তদের বাড়ি চন্দননগরে। তাঁদের বাড়িতে কোনও অনুষ্ঠান ছিল। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ভোরবেলায় চালককে পাশে বসিয়ে গাড়ি চালানো শিখছিলেন। আমরা সিসিটিভি-র ফুটেজ পেয়েছি। যিনি গাড়ি চালাচ্ছিলেন, তাঁর লাইসেন্স ছিল না।’

  • Link to this news (এই সময়)