আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর আগেই বাড়ছে ফুলের দাম। বাগদেবীর আরাধনার জন্য গাঁদা হোক, কিংবা পলাশ, দাম চড়চড়িয়ে বাড়ছে। কোলাঘাট পাইকারি বাজারে গাঁদা চেন বিক্রি হচ্ছে প্রতি ফুল ২০ টাকা দরে। কমলা গাঁদা ১৫-২০টাকা। তা মল্লিকঘাট বাজারে পৌঁছাতেই ২৫-৩০টাকা হয়ে যাচ্ছে। দাম বাড়ছে আপেল, বেদানা, আঙুর-সহ বিভিন্ন ফলের। কোলাঘাট, বাগনান থেকে ফুল পৌঁছে যাচ্ছে হাওড়া স্টেশন হয়ে মল্লিকঘাট ফুল বাজারে। বছরভর এখানেই ফুল বিক্রি করেন পিন্টু ভান্ডারি, সমীর সাঁত্রারা। ডায়মন্ড হারবার রায়চক থেকে আসে পলাশ ফুল। সেখানেই কিনতে হচ্ছে প্রতি ফুল ৪টাকা দরে।
এতটা পথ বয়ে এনে প্রতি ফুল ৮-১০ টাকা দরে বিক্রি না করলে লাভের লাভ কি উঠবে? প্রশ্ন তুললেন তাঁরা। একই অবস্থা পদ্মেরও। এখনই পদ্মের দর পৌঁছে যাচ্ছে প্রতি ফুল ২৫-৩০ টাকা দরে। শনি ও রবিবার কী হবে বোঝা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফলের দাম। হাওড়ার কদমতলা বাজারে আপেল ১৮০, আঙুর ২১০, পেয়ারা ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি ডাবের দাম ৫০টাকা। বাজারে আসা সৃজন গুছাইত বলেন, সরস্বতী পুজোর আগে যেভাবে দাম বাড়ছে, পুজোর বাজারে টান পড়বে। বাঙালির ঘরে লক্ষ্মী সরস্বতী পুজোর ঢল বেশি। এই সুযোগ নিয়ে কিছু বিক্রেতা আগেভাগেই দাম বাড়িয়ে দিচ্ছে! শুধু কি ফল ফুলের দাম গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, পদ্ম, পলাশ সবের দাম চড়া। শনি ও রবিবার যে কী অবস্থা হবে তা এখন থেকেই বোধগম্য!