• নর্দমায় মিলল নিখোঁজ জুটমিল কর্মী রক্তাক্ত দেহ, খুন না দুর্ঘটনা? তদন্তে পুলিশ ...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাতে খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলে গিয়েছিলেন, কিছুক্ষণ পরেই তিনি ফিরবেন। তারপর থেকে দু'দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির অদূরে নির্জন এলাকায় নর্দমা থেকে নিখোঁজ জুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। পুলিশ জানিয়েছে, মৃত জুটমিল কর্মীর নাম রাজকুমার চৌধুরী (৫৬)। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত রাজকুমার স্থানীয় একটি জুটমিলে কাজ করতেন। রাত করে বাড়ি ফিরতেন। বুধবার রাতে তিনি জুটমিলের সাপ্তাহিক বেতন পেয়েছিলেন। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে একই পোশাকে আবার বেরিয়ে পড়েন। বেতনের টাকা তাঁর পকেটেই ছিল। স্ত্রীকে তিনি বলেছিলেন, কিছুক্ষণ পরেই তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু রাতে আর ফেরেননি। পরের দিন স্ত্রী ফুলকি চৌধুরী জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেন। চারিদিকে তাঁর খোঁজ খবর শুরু হয়। কিন্তু পুলিশ ও রাজকুমারের কোনও সন্ধান দিতে পারেনি। 

    শুক্রবার দুপুরে বাড়ির অদূরে নির্জন একটি জায়গায় নর্দমার ভিতরে স্থানীয় বাসিন্দারা একটি দেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। তখন জানা যায়, দেহটি নিখোঁজ জুটমিল কর্মী রাজকুমারের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কীভাবে রাজকুমারের মৃত্যু হল তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে। যে নর্দমায় রাজকুমারের দেহ উদ্ধার হয়েছে, তা বিশেষ গভীর নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই প্রৌঢ়কে খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। একই অভিযোগ তুলেছেন মৃত জুটমিল কর্মীর স্ত্রী ফুলকি দেবীও। তিনি বলেন, 'আমার ধারণা, ওকে কেউ খুন করে নর্দমায় ফেলে দিয়েছে। ওর কোনও শত্রু ছিল না। তাই, কারা ওকে মেরে ফেলল তা বলতে পারব না।' 

    স্থানীয় বাসিন্দা নাজমা খাতুন বলেন, 'রাজকুমারবাবু সেদিন জুটমিলে সাপ্তাহিক বেতন পেয়েছিলেন। ওঁর কাছে সেই টাকা ছিল। আমাদের ধারণা, দুষ্কৃতীরা টাকা  কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। রাজকুমারবাবু তাতে বাধা দেন। তারপর হয়ত তাঁকে মেরে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে।' 

     কীভাবে ওই জুটমিল কর্মীর মৃত্যু হয়েছে, তা নিয়ে পুলিশও ধন্দে রয়েছে। মৃত রাজকুমার বাবুর মদ খাওয়ার নেশা ছিল। মদ্যপ অবস্থায় তিনি নর্দমায় পড়ে গিয়ে থাকতে পারেন। তাই, ঘটনাটি খুন নাকি দুর্ঘটনা পুলিশ তা খতিয়ে দেখছে।
  • Link to this news (আজকাল)