শাশুড়িকে শিকল দিয়ে বেঁধে বাড়ি থেকে বের করে দিল পুত্রবধূ
আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অমানবিক ঘটনার সাক্ষী থাকল সিউড়ির মসজিদ মোড় এলাকা। শুক্রবার দুপুরে এক বৃদ্ধা মহিলার পায়ে শেকল বেঁধে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দিল তাঁর পুত্রবধূ। পথচলতি মানুষের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা সরেশা বিবি ইলামবাজার থানার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, একসময় তাঁর মানসিক অসুস্থতা ছিল। তবে বর্তমানে সুস্থ আছেন। তা সত্ত্বেও তাঁর পুত্রবধূ তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখত। শুক্রবার বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি বাসে করে সিউড়ি আসেন। সেখান থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
মসজিদ মোড় এলাকায় তাঁকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে। পুলিশ ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে। এক আধিকারিক জানান, ঠিক কী ঘটেছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে ওঁর পুত্রবধূর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।