• পূর্ণকুম্ভ ২০২৫: পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ, অবশেষে বাড়ি ফিরলেন উত্তর দিনাজপুরের বৃদ্ধা
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: পূর্ণকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। অবশেষে স্থানীয় এক যুবকের সহায়তায় বাড়ি ফিরলেন বৃদ্ধা। তাঁর নাম সুনতি মল্লিক। তিনি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি পুলিস ফাঁড়ি এলাকার হাতিপাঁও গ্রামের বাসিন্দা। আজ, শুক্রবার দুপুরে তিনি বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।


    পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে পুণ্যস্নান করার সময় হুলস্থুল পড়ে যায়। সেই সময় সুনতি বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। মেবাইল না থাকার কারণে কোউ তাঁর সঙ্গে যোগাযোগও করতে পারেননি। এরপরই তাঁর খোঁজ শুরু হয়। অবশেষে আজ তিনি ফিরে আসায় খুশি তাঁর পরিবার।


    সুনতি জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত তিনি তাঁর সঙ্গীদের খোঁজ করেছেন। কিন্তু তাঁদের খোঁজ না পেয়ে মেলা ছেড়ে বসস্টপের দিকে যাওয়ার পরিকল্পনা করেন। সেই সময় পথে এক স্থানীয় যুবকে সমস্ত ঘটনা তিনি খুলে বলেন। কিন্তু অনেক খোঁজার পরও তাঁর সঙ্গীদের কোনও হদিশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে সুনতি ওই যুবকের সহায়তায় এলাহাবাদ থেকে কামাক্ষা এক্সপ্রেসে ওঠেন। আজ, শুক্রবার সকালে তিনি বাড়ি ফেরেন।
  • Link to this news (বর্তমান)