সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ে ঘুরতে এসে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। গতকাল, বৃহস্পতিবার রাতে তিনি দার্জিলিংয়ের একটি হোটেলেই অসুস্থ বোধ করেন। এরপর তড়িঘড়ি তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, গত ২৯ জানুয়ারি সপরিবারে পাহাড়ে বেড়াতে এসেছিলেন অমিয়বাবু। এনজেপি থেকে তাঁরা প্রথমে গিয়েছিলেন কালিম্পংয়ে। তারপর সেখান থেকে গতকাল তাঁরা পৌঁছন দার্জিলিংয়ে। ম্যাল-সহ কয়েকটি পর্যটনস্থল ঘুরে হোটেলে আসার পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। এরপর গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অমিয়নাথ বাবুর স্ত্রী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। একবার তাঁর অস্ত্রপচারও হয়েছিল। অন্যদিকে, পুলিস সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পর অমিয়বাবুর দেহ আগামীকাল অর্থাৎ শনিবার তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এই নিয়ে গত তিন মাসে মোট ৬জন পর্যটকের মৃত্যু হল পাহাড়ে।