• নৈহাটিতে শ্যুটআউটে তৃণমূল কর্মীর মৃত্যু, অভিযুক্ত বিজেপি
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৈহাটির গৌরীপুরে শ্যুটআউটে মৃত্যু হল সন্তোষ যাদবের। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে নৈহাটির গৌরীপুর এলাকার গোয়ালাপাড়া ঘাটের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন টোটোয় করে গৌরীপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন আচমকাই তাঁর ওপর হামলা চালানো হয়। বিজেপি কর্মী-সমর্থক রাজেশ সাউ নামের এক ব্যক্তি ও তার সঙ্গীরা তাঁকে টোটো থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। ইট দিয়ে প্রথমে সন্তোষবাবুর মাথায় মারা হয়। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়। তাঁর মাথায় গুলি লাগে। তড়িঘড়ি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন। পুরোনো শত্রুতার জেরেই এই খুন বলে দাবি করেছেন মৃতের মা। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত রাজেশ বর্তমানে পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক সনৎ দে জানিয়েছেন, সন্তোষ যাদব তৃণমূল কর্মী ছিলেন। ঘটনার পর অকুস্থলেও যান তিনি। অন্যদিকে, শ্যুটআউটের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)