• ফুলবাড়ি থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সীমান্ত লাগোয়া এলাকায় নজরদারি বাড়াতেই সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে একসঙ্গে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ হাবিব, মহম্মদ শামসের আলি এবং আতিরুল মহম্মদ। এর মধ্যে একজনের অসম যোগ বলে সন্দেহ করছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে হাইড্রোলিক কাটার, একটি প্লেন কাটার, একটি হাঁসুয়া, বাংলাদেশের একটি সিম কার্ড-সহ একটি মোবাইল এবং বাংলাদেশের নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়েছে। ফুলবাড়ি, ফাঁসিদেওয়া এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ। সীমান্ত দিয়ে কোনওভাবে বাংলাদেশিরা প্রবেশ করলেই তাকে পাকড়াও করা হচ্ছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। কী কারণে তারা ভারতে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশের ঘটনায় কোনও দালাল জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।

    বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। রাজ্য সহ দেশের নানা প্রান্ত থেকে প্রায়ই প্রতিদিনই বাংলাদেশিদের গ্রেপ্তার করছে পুলিশ। ধৃতদের কেউ কেউ সম্প্রতি ভারতে প্রবেশ করেছেন, আবার অনেকেই বছরের পর বছর ধরে বহাল তবিয়তে এদেশের বসবাস করছেন। জাল পরিচয়পত্র বানিয়ে তারা কাজকর্মও জুটিয়ে ফেলেছে। সম্প্রতি একইভাবে অভিযান চালিয়ে এক বাংলাদেশি-সহ দু’জনকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)