রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনই অর্থাৎ ১০ ফেব্রুয়ারি তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হবে। তার আগে তৃণমূলের পরিষদীয় দলকে একাধিক বার্তা দিতে চান মমতা। বিধানসভার নৌশার আলি কক্ষে এই বৈঠকের আয়োজন করা হবে। তৃণমূলের সব বিধায়ককে এই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।
এ বছরের বাজেট রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে বিধায়কদের ভূমিকা কী হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মমতা। পাশাপাশি অধিবেশনে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে তা নিয়েও বৈঠকে আলোচনা করা হতে পারে।
বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের দলনেত্রী হলেন মমতা। তাই বাজেট অধিবেশন শুরুর দিনই দলের বিধায়কদের কাজ বুঝিয়ে দিতে চান তিনি। কারণ আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে সরকার। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে রাজ্য। এবারের বাজেটে ঘোষিত প্রকল্পগুলির কাজ সারা বছর কীভাবে এগোবে, তা নিয়েও পরিষদীয় দলের বৈঠকে আলোচনা হতে পারে। বিধায়কদের আচরণের বিষয়টিও এই বৈঠকে উঠে আসতে পারে।