• ইউজিসি-নেট তদন্ত বন্ধ করল সিবিআই
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জানুয়ারি ২০২৫
  • কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি জানিয়ে গত বছর ইউজিসি-নেট-এর প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দিল সিবিআই। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে এ কথা জানিয়ে দেওয়া হয়, এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনও ষড়যন্ত্র এবং সাংগঠনিকভাবে প্রশ্নপত্র ফাঁসের কোনও হদিশ পায়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, এই মামলায় শুধুমাত্র টাকা রোজগারের লোভে কোনও একজন ছাত্র বিকৃত প্রশ্নপত্র ফাঁস করেছিলেন।

    উল্লেখ্য, গত বছরের জুন মাসে হঠাৎই ইউজিসি-নেট বাতিল হয়ে যায়। অভিযোগ উঠেছিল, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। দাবি করা হয়েছিল, ডার্কনেট এবং টেলিগ্রামে মোটা টাকার বিনিময়ে ওই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। এরপর এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তভার পাওয়ার পর পরদিনই একটি এফআইআর দায়ের করে সিবিআই।

    এ বিষয়ে এক সিবিআই আধিকারিক জানান, ‘আমরা আমাদের তদন্তে জানতে পেরেছি, গত ১৮ জুন যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্রের যে স্ক্রিনশট ফাঁস করা হয়েছিল (বলে দাবি করা হয়), সেটি আসলে একটি বিকৃত নথি, যা কোনও এক ছাত্র স্রেফ টাকার লোভে ফাঁস করেছিলেন।’

    গোয়েন্দাদের প্রথমিক অনুমান ছিল, যে ব্যক্তি এই কাজ করেছিলেন, তিনি হয়তো কোনওভাবে ওই নথি পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। কিন্তু তদন্তে বোঝা যায়, ওই ছাত্র কোনও একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি এবং সেই দিনের তারিখ ও টাইম স্ট্যাম্প মিলিয়ে দিয়েছিলেন। তাতে সকলেরই মনে হয়, তিনি আসল প্রশ্নপত্র পর্যন্ত পৌঁছতে পারেন। সেই ‘অ্যাক্সেস’ তাঁর রয়েছে। পরীক্ষার আগে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)