জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকমাসে বেশ কয়েকটি ঘটনায় পাহাড়ে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার পর্যটকের (Tourist Death)। কখনও সান্দাকফু (Sandakphu) তো কখনও ধোত্রেতে প্রাণ হারিয়েছেন পর্যটকেরা। এবার ফের দার্জিলিঙে (Darjeeling) গিয়ে প্রাণ হারালেন কলকাতার এক পর্যটক।
বেড়াতে যাওয়াই কাল হল কলকাতার বাসিন্দা অমিয়নাথ ঘোষের। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছিলেন, এমন সময়েই ছন্দপতন। গোটা ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, ২৪ পরগনার বাসিন্দা অমিয়নাথ ঘোষ গত ২৯ জানুয়ারি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে।
প্রথমে সপরিবারে কালিম্পং-এ যান তিনি, এরপরে ফিরে আসেন দার্জিলিঙে। বৃহস্পতিবার সারাদিন ম্যাল রোডে ঘোরাঘুরির পর ফিরে যান হোটেলে। রাত ১০:৩০ নাগাদ তাঁর বন্ধুরা হোটেল রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তাঁরা ছুটে গিয়ে দেখেন অমিয়নাথ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন।
হোটেলের রুম থেকে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতোমধ্যেই দেহ ময়নাতদন্ত করা হয়েছে। অমিয়নাথ বাবুর স্ত্রী জানান যে উনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। একবার অস্ত্রোপচারও হয়েছিল। পরিবারের আরও অনেকে কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছেন। তাঁদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ধোত্রে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক পর্যটকের। সান্দাকফুতে গিয়ে মৃত্যু হয়েছিল দমদমের আরেক যুবতীর। বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান তিনি। প্রথমে সান্দাকফু যান তাঁরা। সেখান থেকে ফিরে, রাতে টুমলিঙের একটি হোটেল ওঠেন। কিন্তু সেখানেই মধ্যরাতে অসুস্থ বোধ করেন তিনি। বন্ধুরা খিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁকে। সেখানে যুবতীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।