• ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্যভবন
    প্রতিদিন | ৩১ জানুয়ারি ২০২৫
  • অভিরূপ দাস: স্যালাইন উৎপাদন বন্ধের নির্দেশের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্যভবন। হাসপাতালে এই সংস্থার তৈরি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উৎপাদনকারী সংস্থার বারুইপুরের কারখানায় টানা ৩ দিন যৌথ অভিযান চালায় সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারপরই ১৭টি ওষুধ বন্ধের নির্দেশ। বলে রাখা ভালো, এর আগে ওই সংস্থাকে নোটিস দেয় সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল।

    একনজরে দেখে নিন কোন ১৭টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে: ১. Amoxicillin Cap I.P 500 mg২. Ciprofloxacin Inj. IP 2mg/ml৩. Dextrose Inj.I.P 25% in 100 ml bot.৪. Dextrose Solution Inj.IP. 5% (Flow, Fill & Seal Process)৫. Metronidazole Infusion I.P. % mg/ml. Bot.Of 100 ml৬. Sodium Chloride & Dextrose Injection I.P (Form, Fill & Seal Process)৭. Sodium Chloride Infusion (3%)৮. Sodium Chloride Inj.IP 0.9% w/v 100 ML FFS৯. Cefepime Inj. 1gm/Vial ১০. Ampicillin sodium inj. I.P 500 mg/vial১১. Dextrose Inj. 10% (650 mosm/L) Hypertonic১২. Levoflaxacine Infusion 5mg/ml 100 ml Bottle ১৩. Mannitol Infusion I.P 20% ? 100 ml Bottle ১৪. Oflaxacin Infusion 200 mg/100 ml১৫. Paediatric Maintenance Electrolyte Solution ১৬. Paracetamol Infusion 1000mg/ml১৭. Sodium Chloride Inj. IP 0.9% (Normal or Istonic Saline) Na+154mmol/I, CL-154 mmol/L (FFS Process)

    উল্লেখ্য, এর আগে মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে অভিযোগ উঠেছিল যে, স্যালাইনের সমস্যার কারণেই এই ঘটনা। সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেয় রাজ্য। সেই সময়ই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসেবে বারুইপুরের বেসরকারি সংস্থা ফার্মা ইমপেক্সের স্যালাইন রাজ্যের সমস্ত হাসপাতালে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সেই মতোই চলছিল স্যালাইন ব্যবহার। তারই মাঝে কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হানা দেন স্যালাইন উৎপাদন কারখানায়। গুণমান পরীক্ষা করার পর তাঁরা জানান, ফার্মা ইমপেক্সের স্যালাইনেও সমস্যা রয়েছে। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়। এরপরই তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তরের তরফে জরুরি বৈঠক ডাকা হয়। হাসপাতালগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ ও ফার্মা ইমপেক্স ছাড়া কোন সংস্থার কটি স্যালাইন রয়েছে। যে কোনও রোগী হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চাহিদাই থাকে স্যালাইন। সেখানে একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা হওয়ায় সংকটের আশঙ্কায় স্বাস্থ্যদপ্তর। তার পরদিনই ফের ১৭টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
  • Link to this news (প্রতিদিন)