• চন্দননগরে বৃদ্ধকে গাড়ির তলায় পিষে মারার অভিযোগ, গ্রেপ্তার ৫
    প্রতিদিন | ৩১ জানুয়ারি ২০২৫
  • সুমন করাতি, হুগলি: বুধবার ভোরে চন্দননগর তেমাথা এলাকায় সত্তর বছরের বৃদ্ধ সাইকেলচালক মধুসূদন বঙ্গকে পিষে, টেনেহিঁচড়ে নিয়ে যায় চারচাকা গাড়ি। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পর থেকে প্রত্যেকেই পলাতক ছিলেন।

    ধৃতরা হলেন, গাড়ির চালক সুভাষচন্দ্র ঘোষ, সনুরুই দাস, সুরজিৎ দাস, বিশ্বজিৎ দাস। এরা প্রত্যেকেই চন্দননগরের বারাসত এলাকার ছুতারপাড়ার বাসিন্দা। গ্রেপ্তার আরও একজন গৌতম কুর্মি তিনি বাদামতলায় থাকেন। গত বুধবার ভোরে সাইকেল চালিয়ে মানকুণ্ডু স্টেশনে যাচ্ছিলেন বৃদ্ধ। সুইফট ডিজায়ার গাড়ি তাঁকে প্রথমে ধাক্কা মারে। বৃদ্ধ মাটিতে পরে যাওয়ার পর তাঁকে পিষে বেশ কিছুটা টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় প্রত্যেকেই।

    দুর্ঘটনার ছবি ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরা। বৃদ্ধের স্ত্রী নমিতা বঙ্গ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার কর পুলিশ। তাঁদের বিরুদ্ধে ২৮১, ১০৫, ৩২৪(৪) বিএনএসে মামলা রুজু করেছে পুলিশ।

    ধৃতদের বিরুদ্ধে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, বাকিরাও মদ্যপ ছিলেন বলে অভিযোগ। তবে চালক নয়, অন্য একজন গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “বেপরোয়া গাড়ি চালিয়ে এক বৃদ্ধকে পিষে মারে একটি প্রাইভেট গাড়ি। আমরা তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারি, এদের সবারই বাড়ি চন্দননগরে। তাঁদের বাড়িতে কোনও অনুষ্ঠান ছিল। মদ্যপ অবস্থায় ছিল ওঁরা। ভোর বেলায় গাড়ি চালককে পাশে বসিয়ে রেখে গাড়ি চালানো শিখছিল। আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি। যে গাড়ি চালাচ্ছিল তাঁর লাইসেন্স নেই। বিএনএসের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)