• সল্টলেকে গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের
    হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
  • গভীর রাতে সল্টলেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ৫ নম্বর ট্যাঙ্কের সামনে থেকে বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। তার মৃতদেহের কাছেই উদ্ধার হয়েছে একটি ক্ষতিগ্রস্ত স্কুটি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 


    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত যুবক সল্টলেকের এ এইচ ব্লকের বাসিন্দা। স্কুটি নিয়ে রাত একটা নাগাদ বৈশাখীর দিক থেকে বিএফসিএফ-এর দিকে যাচ্ছিলেন। সেই সময় সামনে একটি স্পিড ব্রেকার থাকায় স্কুটির গতি কমান ভিক্টর। তখনই ঘটে দুর্ঘটনা। পিছনে থাকা একটি প্রাইভেট গাড়ি সজোরে তার স্কুটিতে ধাক্কা মারে। তখন স্কুটি থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েন যুবক। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর তার মৃত্যু হয়। এদিকে, ঘাতক গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় যুবকের।

    খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। তখন যুবককে বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে খবর দেওয়া হয়েছে তার পরিবারে। পুলিশ ঘাতক গাড়ির খোঁজ পাওয়ার চেষ্টা করছে। তবে ঘটনাস্থলে সিসিটিভি না থাকায় পুলিশ সংযোগকারী রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে উত্তর বিধান নগর থানার পুলিশ। উল্লেখ্য, গতকালই বিধাননগর পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়েছিল। তাতে পথ দুর্ঘটনা নিয়ে মানুষকে সতর্ক করেছে পুলিশ। তারপরেও শহরের রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছে বাইক, গাড়ি। জানা গিয়েছে, এদিনের ঘটনায় স্কুটি চালকের মাথায় হেলমেট ছিল না।

    প্রসঙ্গত, দিন চারেক আগেই সল্টলেক লাগোয়া নিউটাউনে পথ দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যু হয়েছিল। বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে ইলেকট্রিক স্কুটারে করে যাওয়ার সময় এক মহিলা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। ইকোপার্ক দু'নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় মহিলা স্কুটার চালককে। এরপর তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)