সোশ্যাল মিডিয়ায় জোরালো আক্রমণের প্রস্তুতি তৃণমূলের, সংগঠন ‘ফ্যাম’ ঘর গোছাচ্ছে
হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
হাতে এখন সময় আছে এক বছরের বেশি। কিন্তু সব স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। তারপর বাংলায় হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস নীরবে। আর সংগঠন পূর্ণ শক্তিতে সাজিয়ে তুলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘর গোছানো যে চলছে তা বোঝা গেল, সব স্তরে বার্তা দেওয়ার মধ্যে দিয়ে। এবার সোশ্যাল মিডিয়াকে আরও স্ট্রং করতে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কেমন করে মোকাবিলা করেছিল। এবার সেটা আরও আক্রমণাত্মক করা হচ্ছে বলে খবর।
এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চিরাচরিত, প্রথামাফিক রাস্তায় নেমে লড়াই করার সঙ্গে সঙ্গে তুমুল আলোড়ন ফেলে দিতে চাইছে সোশ্যাল মিডিয়াতেও। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে বিজেপি এবং সিপিএমের মোকাবিলা করতে হয়। সেটা বারবার দেখা গিয়েছে প্রত্যেকটি নির্বাচনে। সেখানে এবার তৃণমূল কংগ্রেসের সাইবার সৈনিকদের বৃহত্তম সংগঠন ‘ফ্যাম’ বিরোধীদের আক্রমণের মোকাবিলা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের নিরন্তর প্রচার করবে। তার সঙ্গে বিরোধীদের পোস্ট করা ফেক ভিডিয়োর জবাবও দেবে। এখন ঢেলে সাজানো হচ্ছে আইটি সেল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় লড়াই তীব্রতর হবে ধরে নিয়ে ফ্যামের নেতৃত্ব তড়িঘড়ি সংগঠনকে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন, আর তাই আগামী ৬ ফেব্রুয়ারি ফ্যামের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদের নির্বাচন রয়েছে বলে সূত্রের খবর। ফ্যামের সমস্ত জেলা কমিটির সদস্য পুরোপুরি অনলাইনে ব্যবস্থায় ভোটগ্রহণ পর্বে অংশ নিতে চলেছেন। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৬ তারিখেই। এই বছরই তৃণমূল কংগ্রেসের এই সোশ্যাল মিডিয়া টিমের এক দশক পূর্ণ হবে। ফ্যামের প্রতিষ্ঠাতা সদস্য ঋতম প্রামাণিক বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ফ্যামের রাজ্য নেতৃত্বকে গঠন করা হয়। যিনি নতুন সভাপতি হবেন, তিনি চাইলে জেলা কমিটি পুনর্গঠন করতে পারেন।’
এই সাংগঠনিক প্রক্রিয়া শেষ করেই ফ্যাম ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামা হবে। ফ্যামের ফেসবুক পেজ, এক্স হ্যান্ডল, ইনস্টাগ্রামে লক্ষাধিক ফলোয়ার আছে। ফ্যামের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, ‘তৃণমূল কংগ্রেসের নিজস্ব আইটি সেল তৈরি হওয়ার আগে থেকে ফ্যাম সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছে। এই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করেন। তৃণমূল কংগ্রেসের যে কোনও কর্মসূচির প্রচারে ফ্যামের সহযোগিতা মেলে। আর তাই ফ্যাম যত সমৃদ্ধ হবে, তৃণমূল কংগ্রেসও তত সমৃদ্ধ হবে।’