• নৈহাটিতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • নৈহাটিতে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে নিহত সন্তোষ যাদব (৩২) নামে এক তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কর্মীকে হত্যার ঘটনার পর থেকেই উত্তপ্ত নৈহাটির গৌরীপুর এলাকায়। বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, নৈহাটির পানিট্যাঙ্কি এলাকার কাছে ঘটনাটি ঘটে। বিধায়ক সনৎ দে জানান। সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়েছে। তিনি বলেন, ‘অর্জুন সিং-এর আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ, চিন্টু সিং-সহ একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।’

    ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘অর্জুন সিং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। ভাটপাড়াতেও পায়ের তলার মাটি সরে গিয়েছে। সন্ত্রাস সৃষ্টি করে জায়গা দখল করার চেষ্টা করছেন। এসব করে কোনও লাভ হবে না। মানুষ এই গুন্ডামিকে সহ্য করবে না।’ নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। নৈহাটি গৌরীপুর এলাকায় বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)