• শাড়ি পরেই ফুটবল পায়ে মাঠ কাঁপালেন সুন্দরবনের মহিলারা, অন্য ছবি দ্বীপ অঞ্চলে
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • কথায় আছে ‘যে রাধে সে চুলও বাঁধে’, বাস্তবে তা-ই করে দেখালেন সুন্দরবনের মহিলারা। শাড়ি পরেই ফুটবলের ময়দান কাঁপালেন তাঁরা।

    বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী। রান্না আর চাষের কাজ সামলেও যে ফুটবল খেলা যায়, তা প্রমাণ করলেন সুন্দরবনের মহিলারা। উচ্ছ্বাসে ভাসলেন দ্বীপ অঞ্চলের গৃহবধূরা৷

    স্থানীয় হেমা কয়াল, মনরমা সরকার, বন্দনা মন্ডল, শিবানী মণ্ডল, মলিনা বৈরাগীরা মাঠ দাপিয়ে বেড়ালেন ফুটবল পায়ে। তাঁদের মধ্যে অনেকেই মেসি, রোনাল্ডো, ভাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীর নামই জানেন না। তবে কী ভাবে বল পায়ে নিয়ে প্রতিপক্ষকে কাবু করতে হয় তা তাঁরা জানেন।

    ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া মহিলারা জানালেন, তাঁরা এই খেলায় অংশগ্রহণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে দারুণ খুশি হলেন তাঁরা।

    গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনীর আয়োজকরা জানান, সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। এছাড়াও, তাঁদের স্বনির্ভর করতে নানা সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারাও মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

    আয়োজকদের দাবি, ফুটবল খেলার মাধ্যমে মহিলারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন, আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের প্রতিভা তুলে ধরবেন।

  • Link to this news (এই সময়)