• দার্জিলিঙে ম্যাল ঘুরে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই হোটেলে অসুস্থ! পরে মৃত্যু বাঙালি পর্যটকের
    আনন্দবাজার | ৩১ জানুয়ারি ২০২৫
  • দার্জিলিঙে বেড়াতে গিয়ে ফের মৃত্যু বাঙালি পর্যটকের। মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। দার্জিলিং সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর দেহ শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। এই নিয়ে গত তিন মাসে মোট সাত জন পর্যটকের মৃত্যু হল পাহাড়ে।

    পুলিশ সূত্রে খবর, গত ২৯ জানুয়ারি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অমিয়। এনজেপি থেকে তাঁরা প্রথমে যান কালিম্পঙে। সেখান থেকে ৩০ জানুয়ারি তাঁরা যান দার্জিলিঙে। সেখানে ঘুম ঘু়রে শহরে অন্যতম পর্যটন স্থান ম্যালে যান তাঁরা। কাঞ্চনজঙ্ঘা দেখে ও আশপাশের এলাকা ঘুরে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন অমিয়। রাতেই তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবার সূত্রে খবর, শনিবার তাঁদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল।

    জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান বলে, ‘‘রাতে আচমকা অসুস্থ বোধ করেন ওই পর্যটক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমরাই দেহ বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করব।’’

    জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও দার্জিলিঙে বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। তার আগে সান্দাকফুতেও মৃত্যু হয় এক জনের। ওই পরিস্থিতিতে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্যবিধিতে আরও কড়াকড়ি ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছিল জিটিএ। তার পরেও একের পর পর পর্যটকের মৃত্যুতে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।

  • Link to this news (আনন্দবাজার)