• বালিগঞ্জ, কাঁকুড়গাছিতে হবে কাজ! শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন, চলবে কিছু স্পেশ্যালও
    আনন্দবাজার | ৩১ জানুয়ারি ২০২৫
  • বালিগঞ্জ এবং কাঁকুড়গাছিতে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হবে। বিজ্ঞপ্তি দিয়ে আগেই তা জানিয়েছিল পূর্ব রেল। তবে এই কাজের জন্য শিয়ালদহে ডিভিশনে একগুচ্ছ লোকাল বাতিল থাকবে। সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথও। যদিও তার পরিবর্তে বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

    শনিবার মধ্যরাত (শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর) থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত কাজ চলবে। সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় শনি এবং রবিরার বেশ কয়েকটি লোকাল চলবে না। পূর্ব রেল জানিয়েছে, শনিবার আপ-ডাউন মিলিয়ে ৩৩টি শিয়ালদহ-বারুইপুর লোকাল বাতিল থাকবে। তবে রবিবার ওই শাখায় ২৭টি লোকাল বাতিলের কথা জানিয়েছে রেল। বাতিলের তালিকায় শিয়ালদহ-সোনারপুর শাখায় শনিবার ১১টি এবং রবিবার আটটি ট্রেন।

    এ ছাড়া, শনি এবং রবিবার একটি বিবাদী বাগ-বারুইপুর লোকাল, আপ-ডাউন মিলিয়ে তিনটি শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল, একটি ক্যানিং-শিয়ালদহ লোকাল, একটি আপ চম্পাহাটি-মাঝেরহাট লোকাল, একটি ডাউন মাঝেরহাট-ঘুটিয়ারি শরিফ লোকাল, আপ-ডাউন মিলিয়ে এক জোড়া মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল। পাশাপাশি, শিয়ালদহের উত্তর শাখাতেও একাধিক ট্রেন বাতিল থাকবে। সেই তালিকায় আছে একটি ডাউন শিয়ালদহ-বারাসত লোকাল, এক জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল এবং তিনটি আপ বজবজ-নৈহাটি লোকাল।

    শনি এবং রবি বজবজ লাইনের ট্রেনগুলি শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করবে না। পরিবর্তে বজবজ থেকে নিউ আলিপুর পর্যন্ত যাতায়াত করবে। কাঁকুড়গাছি রোড হয়ে সরাসরি স্যর গুরুদাস ব্যানার্জি হল্ট এবং বালিগঞ্জ সংযোগকারী কর্ড লাইনের ট্রেনগুলিকে এই ক’দিন শিয়ালদহের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কর্ড লাইনে যাতায়াত করা নৈহাটি-মাঝেরহাট লোকালগুলিকেও এই সময়ে চক্ররেলের লাইনে ঘুরিয়ে দেওয়া হবে।

    বেশ কিছু স্পেশ্যাল ট্রেনও চালানো হবে এই সময়ে। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে শনি ও রবিবার ছ’টি স্পেশ্যাল ট্রেনও চালানো হবে। দুপুর ৩টে ৫ মিনিটে শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত একটি স্পেশ্যাল ট্রেন টলবে। সন্ধ্যা ৬টায় দমদম থেকে রওনা দেবে দমদম-বারাসত স্পেশ্যাল। সন্ধ্যা ৭টায় শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত একটি স্পেশ্যাল ট্রেন চলবে। শিয়ালদহ দক্ষিণ শাখার জন্যও থাকছে তিনটি স্পেশ্যাল ট্রেন। বিকেল ৫টা ৪৩ মিনিটে শিয়ালদহ থেকে বারুইপাড়ার উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে। বিকেল সাড়ে ৫টায় বজবজ থেকে রওনা দিয়ে একটি স্পেশ্যাল ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে। নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ৮টা ১২ মিনিটে।

    প্রায় ৫২ ঘণ্টা ধরে রেলের এই কাজের জন্য যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ উত্তর শাখায় নৈহাটি পর্যন্ত বা তার পরবর্তী স্টেশনগুলিতে পরিষেবা স্বাভাবিকই থাকবে। শিয়ালদহ মধ্য শাখার বারাসত, বনগাঁ, হাসনাবাদ লাইনেও পরিষেবা বিঘ্নিত হবে না। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে একগুচ্ছ ট্রেন বাতিল থাকায় যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)