• পায়ে শিকল পরিয়ে মারধর বাড়িতে, অপমানে ঘর ছাড়লেন বৃদ্ধা, তার পর?
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সিউড়ির মসজিদ মোড় এলাকা। শুক্রবার দুপুরবেলা। সেই সময়ে ব্যস্ত এলাকায় রাস্তার পাশে একটি দোকানের সামনে বসেছিলেন এক মহিলা। তাঁকে দেখে ভিড় জমতে শুরু করে এলাকায়। কী কারণ? বয়স্ক ওই মহিলার পায়ে পরানো ছিল লোহার শিকল, তাতে আবার তালা দেওয়া হয়েছে। শিকল পরা পা দু’টি ফুলে ছিল। তাঁকে ঘিরে ভিড় জমতে শুরু হয়। কেন পায়ে শিকল পরা অবস্থায় তিনি রয়েছেন, সেই প্রশ্ন করতে শুরু করেন লোকজন। তখনই কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা।

    বৃদ্ধা জানান, তাঁর নাম সরেশা বিবি। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় শিবপুর গ্রামে তাঁর বাড়ি। বাড়িতে পুত্রবধূ অত্যাচার করেন বলে তাঁর অভিযোগ। তাঁর স্বামীও অত্যাচার করেন বলে অভিযোগ তাঁর। কেন অত্যাচার করা হয়? বৃদ্ধা জানান, তাঁর মানসিক অসুস্থতা ছিল, চিকিৎসা করিয়ে এবং ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ তিনি। তারপরেও অত্যাচার করে বাড়ির লোকজন। তাঁর এক পুত্রসন্তান রয়েছে, তিনি পেশায় রাজমিস্ত্রি। তাঁর ছেলেও কি অত্যাচার করে? এই প্রশ্নের উত্তরে বৃদ্ধা জানান, তাঁর ছেলে এই বিষয়ে কিছুই জানেন না। কী ভাবে সিউড়িতে এসে পৌঁছলেন সরেশা বিবি? তিনি জানালেন, তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর পুত্রবধূ এবং তাঁর স্বামী। তাই আশ্রয় পেতে সিউড়ির কাছে একটি গ্রামে তাঁর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। রাস্তায় কয়েকজন তাঁকে বাসে তুলে দিয়েছেন। সিউড়ি নেমে তিনি আর হাঁটতে পারছিলেন না। গোটা ঘটনার খবর পেয়ে এলাকায় আসে সিউড়ি থানার পুলিশ। তার পরে পুলিশই লোক ডেকে ওই মহিলার পায়ের শিকল আর তালা ভাঙায়। ওই বৃদ্ধাকে নিয়ে যায় পুলিশ। পরে যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন সরেশা বিবি, সেখানে তাঁকে পৌঁছে দেয় পুলিশ।

  • Link to this news (এই সময়)