• মধ্যমগ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ, ট্রাফিক পুলিশদের সাহায্যে স্কুল পড়ুয়ারাও
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • পথ নিরাপত্তা সপ্তাহ পালনে অভিনব উদ্যোগ বারাসত পুলিশ জেলার। শুক্রবার ব্যস্ত যশোহর রোডে মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশদের সঙ্গে পথে নামল এলাকার খুদেরা।

    দিনের ব্যস্ত সময়ে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলে যশোহর রোড দিয়ে। এ দিন হাতের ইশারায় গাড়ি দাঁড় করানো থেকে হেলমেটের গুরুত্ব সব কিছুতেই পুলিশকে সাহায্য করল এলাকার স্কুল পড়ুয়ারা। এমনকী তাদের দায়িত্ববোধ দেখেও অবাক পুলিশ। পাশাপাশি এ দিন হেলমেটহীন বাইক চালকদের দাঁড় করিয়ে তাঁদের হাতে হেলমেট তুলে দেয় খুদেরাই। পথ চলতি মানুষজন থেকে গাড়ির চালক সবাই শিশুদের এই ভাবে ট্রাফিকের ভূমিকায় দেখে অবাকও হলেন। সবটাই যদিও প্রতীকী।

    জানা গিয়েছে, এ দিন মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের তরফে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠান উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতার শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে ব্যবস্থা করা হয়েছিল বোনম্যারো টেস্টের। এ ছাড়াও ব্লাড প্রেসার, সুগার, ইসিজি থেকে চোখের দৃষ্টি শক্তি পরীক্ষারও ব্যবস্থা করা হয়।

    এ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী রথীন ঘোষ, বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া-সহ আরও অনেকে। এ দিন সকলকে ভূগর্ভস্থ পথ ব্যবহারের জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি জানান, আগের থেকে পথ দূর্ঘটনা অনেকটাই কমেছে। কিন্তু এখনও দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে, সেটাও যাতে না হয় তাও সকলকে লক্ষ্য রাখতে হবে।

  • Link to this news (এই সময়)