মিল্টন সেন, হুগলি: অবশেষে টমুকে খুঁজে পাওয়া গেল। একমাস বয়সে কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাকে বাড়িতে নিয়ে এসে সন্তান স্নেহে বড় করেছেন চুঁচুড়া জোরাঘাটের সেনগুপ্ত দম্পতি। পোষ্যের নাম রেখেছিলেন টমু। সেই টমু গত ১৬ জানুয়ারি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে শহর জুড়ে ‘সন্ধান চাই’ লাগিয়ে দেন ওই দম্পতি। সোশ্যাল মিডিয়াতেও টমুকে খুঁজে দেওয়ার আবেদন জানান ঋতব্রত সেনগুপ্ত। খবর ভাইরাল হতেই নানা জায়গা থেকে ফোন আসতে থাকে। কয়েক জায়গায় গিয়েও টমুর খোঁজ মেলেনি।
বেশ কিছুদিন এইভাবে চলার পর বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার ক্রুকেড লেন থেকে এক জন ফোন করে জানান টমুর সঙ্গে সাদৃশ্য আছে এমন একটি বিড়ালের দেখা মিলেছে। ঋতব্রত বাবুর সঙ্গে পাড়ার অনেকেই যান ক্রুকেড লেনে। সেখানে গিয়ে টমুকেই পাওয়া যায়। দেখা যায় এই ক’দিনে টমুর শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে। ওজন বেশ কিছুটা কমেছে। সাদা লোমে নোংরা লেগেছে। এরপর টমুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। বৃহস্পতি রাতে বেশ কয়েকবার খাওয়ার পর লম্বা ঘুম দেয় টমু। এদিকে, টমুকে ফিরে পেয়ে খুশি সেনগুপ্ত পরিবার।
রূপা সেনগুপ্ত বলেন, ‘আমরা পোস্টার দিয়েছিলাম। সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ায় আমাদের খুব সাহায্য হয়েছে। অনেকেই ফোন করে জানিয়েছে। তারপর ক্রুকেড লেন থেকে এক ভদ্রলোক ফোন করে জানান। সেখান থেকেই পাওয়া যায় টমুকে। ওর প্রিয় খাবার দিয়ে টমু বলে ডাকতেই কাছে চলে আসে।’
সেনগুপ্ত পরিবার গত কয়েকদিন ধরে নাওয়া খাওয়া ভুলেছিল। এখন ডবল খুশি টমুকে ফিরে পেয়ে। এদিকে, বাড়ির আরেক পোষ্য বিড়াল মাম্মার তিনটে ছানা হয়েছে।