• বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার হুগলিতে, এলাকায় চাঞ্চল্য, খুনের কারণ ঘিরে ধন্দ
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গলার নলি কাটা অবস্থায় গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছাড়াল হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আফসানা বেগম (৩৬) নামে ওই মহিলাকে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে ওই মহিলাকে খুন করা হয়েছে। 

    মৃতার দিদির জানান, তাঁর বোন বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী মাঝে মধ্যে যাতায়াত করতেন। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। মৃতার স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক আছে বলে অভিযোগ জানিয়েছেন মৃতার দিদি। 

    পুলিশের সন্দেহ খুব ঘনিষ্ঠ কেউ এই খুনের সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (আজকাল)