এসএসকেএম হাসপাতালের ইতিহাসে প্রথম, টানা ছ'দিন ধরে চলবে শুধু গলব্লাডার স্টোন অপারেশন
আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
বিভাস ভট্টাচার্য
গল ব্লাডার স্টোন অপারেশনে বড়সড় পদক্ষেপ এসএসকেএম হাসপাতালের। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি হাসপাতালের 'সার্জিক্যাল' বিভাগের মূল অপারেশন থিয়েটারে শুধুমাত্র গলব্লাডার স্টোন অপারেশন করা হবে। একমাত্র জরুরি কোনও অস্ত্রোপচার ছাড়া বাকি অন্য কোনও অস্ত্রোপচার সার্জিক্যাল বিভাগে হবে না। এবিষয়ে সার্জিকাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: সিরাজ আহমেদ বলেন, 'এসএসকেএম-এর ইতিহাসে এই ধরনের উদ্যোগ একেবারেই প্রথম।
এটা একটি পাইলট প্রজেক্ট। গোটা পরিকল্পনাটি তৈরি করেছেন এসএসকেএম-এর ডিরেক্টর অধ্যাপক ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। মূল দায়িত্বে রয়েছেন আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অভিমন্যু বসু। আমাদের লক্ষ্য ওই দিনগুলির মধ্যে ২৫০ থেকে ৩০০ গলব্লাডার স্টোন অপারেশন করা। সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত অপারেশন চলবে। একমাত্র জরুরি কোনও অস্ত্রোপচার ছাড়া সার্জিক্যাল বিভাগে অন্য কোনও অস্ত্রোপচার ওই দিনগুলিতে হবে না।'
অপারেশনের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, 'গোটা বিষয়টির জন্য প্রস্তুত রাখা হবে ৬টি অপারেশন টেবিল। আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে প্রস্তুত রাখা হবে চারটি আইসিইউ শয্যা। মোট ৩০ জনের একটি দল এর জন্য তৈরি হবে।' যে সমস্ত রোগীদের এই অস্ত্রোপচার করা হবে তাঁরা অধিকাংশই মহিলা বলে তিনি জানান। তাঁর কথায়, মোট রোগীর ৭০ শতাংশই মহিলা। বাকি অংশ পুরুষ।