শিয়ালদা লাইনে শনি থেকে পরপর বাতিল এই ট্রেনগুলি, এক নজরে সম্পূর্ণ তালিকা
আজ তক | ০১ ফেব্রুয়ারি ২০২৫
শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল। একাধিক গুরুত্বপূর্ণ লাইনে পুরনো আরআরআই প্যানেলের পরিবর্তে আধুনিক 'ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম' চালু করা হচ্ছে। এর সঙ্গে আরও বেশ কিছু আপগ্রেডেশন করা হবে।
কিন্তু এই কাজের জন্য কিছু সময় লাইন ফাঁকা রাখতে হবে রেলকর্মীদের। তবেই এই কাজ করা যাবে। সেই কারণেই বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। আবার কোনও কোনও ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। অর্থাৎ যে স্টেশনে পর্যন্ত যাওয়ার কথা, তার আগেই থেমে যাবে।
আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪টা পর্যন্ত এই আপগ্রেডেশনের কাজ চলবে বিভিন্ন লাইনে। মোট ৫২ ঘণ্টার ইন্টারলকিং /নন-ইন্টারলকিং কাজের পরিকল্পনা করা হয়েছে।
এই কাজের ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে। আবার কিছু ট্রেন শর্ট রুটে চলবে। আবার যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালানোরও ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।