• শিয়ালদা লাইনে শনি থেকে পরপর বাতিল এই ট্রেনগুলি, এক নজরে সম্পূর্ণ তালিকা
    আজ তক | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল। একাধিক গুরুত্বপূর্ণ লাইনে পুরনো আরআরআই প্যানেলের পরিবর্তে আধুনিক 'ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম' চালু করা হচ্ছে। এর সঙ্গে আরও বেশ কিছু আপগ্রেডেশন করা হবে।
    কিন্তু এই কাজের জন্য কিছু সময় লাইন ফাঁকা রাখতে হবে রেলকর্মীদের। তবেই এই কাজ করা যাবে। সেই কারণেই বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। আবার কোনও কোনও ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। অর্থাৎ যে স্টেশনে পর্যন্ত যাওয়ার কথা, তার আগেই থেমে যাবে।
    আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪টা পর্যন্ত এই আপগ্রেডেশনের কাজ চলবে বিভিন্ন লাইনে। মোট ৫২ ঘণ্টার ইন্টারলকিং /নন-ইন্টারলকিং কাজের পরিকল্পনা করা হয়েছে।

    এই কাজের ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে। আবার কিছু ট্রেন শর্ট রুটে চলবে। আবার যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালানোরও ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

    # শনিবার (০১.০২.২০২৫): বাতিল ট্রেনের তালিকা(sealdah division train cancelled)
    > শিয়ালদা-বারুইপুর জংশন: আপ - 34611, 34613, 34617, 34621, 34623, 34601, 34625, 34627, 34629, 34649, 34633, 34651, 34637, 34639, 34643, 34645, 34647। ডাউন - 34612, 34614, 34616, 34618, 34620, 34622, 34624, 34626, 34628, 34650, 34632, 34652, 34636, 34638, 34642, 34644।

    > শিয়ালদা-সোনারপুর জংশন: আপ - 34411, 34417, 34419, 34429, 34431। ডাউন - 34412, 34414, 34416, 34418, 34432, 34434।

    > বিবিডি বাগ-বারুইপুর জংশন: আপ - 30451।

    > শিয়ালদা-বিবিডি বাগ: আপ - 30411। ডাউন - 30412, 30416।

    > ক্যানিং-বারাসাত: আপ - 33061।

    > চম্পাহাটি-মাঝেরহাট:: আপ - 30511।

    > মাঝেরহাট-ঘুটিয়ারি শরীফ: ডাউন - 30552।

    > মধ্যমগ্রাম-মাঝেরহাট:: আপ - 30357। ডাউন - 30358।

    > শিয়ালদা-বারাসাত: ডাউন - 33438।

    > শিয়ালদা-নৈহাটি: ডাউন - 31422, 31442।

    > কোদালিয়া বজবজ-নৈহাটি: আপ - 31051, 31053, 31055।

    # যে ট্রেনগুলি মাঝপথেই থেমে যাবে:
    > নিউ আলিপুর (কলকাতা): আপ - 30111, 34165, 34111, 34113, 34115, 34117, 34119, 34121, 34123, 34125, 34127, 34129, 34133, 34137, 34141, 34167, 34145, 34149, 34151, 34153, 34155, 34157, 34159, 34161, 34163। ডাউন - 30122, 34112, 34114, 34116, 34118, 34120, 34122, 34124, 34126, 34128, 34130, 34132, 34136, 34140, 34168, 34146, 34148, 34150, 34154, 34156, 34158, 34160, 34162, 34164, 34166।

    > মাঝেরহাট: আপ - 34147। ডাউন - 34152।

    > সোনারপুর জংশন: আপ - 30711, 34899, 34641। ডাউন - 30712, 34898।

    > বারাসাত: আপ - 30317, 30361। ডাউন - 34062।

    > প্রিন্সেপ ঘাট: আপ - 30313। ডাউন - 30314।

    > দমদম জংশন: ডাউন - 30142।

    # রুট পরিবর্তিত ট্রেন (শিয়ালদা মেইন ও নর্থ রুটে)
    30152 নৈহাটি-মাঝেরহাট:

    30154 নৈহাটি-মাঝেরহাট:

    34052 নৈহাটি-কোদালিয়া বজবজ

    34054 নৈহাটি-কোদালিয়া বজবজ

    34056 কল্যাণী সীমান্ত-কোদালিয়া বজবজ

    # স্পেশাল ট্রেন (সমস্ত স্টেশনেই থামবে)
    > দমদম জংশন-বারাসাত স্পেশাল (দমদম থেকে সকাল ৮:১০ টা)

    > শিয়ালদা-রানাঘাট স্পেশাল (শিয়ালদা থেকে সন্ধ্যা ৭:০০ টা)

    > শিয়ালদা-নৈহাটি স্পেশাল (শিয়ালদা থেকে দুপুর ৩:০৫ টা)

    > কোদালিয়া বজবজ-নিউ আলিপুর (কলকাতা) স্পেশাল (কোদালিয়া বজবজ থেকে বিকেল ৫:৩০ টা)

    > নিউ আলিপুর (কলকাতা)-কোদালিয়া বজবজ স্পেশাল (নিউ আলিপুর থেকে রাত ৮:১২ টা)

    > শিয়ালদা-বারুইপুর জংশন স্পেশাল (শিয়ালদা থেকে বিকেল ৫:৪৩ টা)

    আপডেটেড সময়সূচির জন্য রেলের অফিসিয়াল ওয়েবসাইট ও স্টেশনের বিজ্ঞপ্তি দেখুন। রেল সংক্রান্ত আরও আপডেটের জন্য ফলো করুন bangla.aajtak.in ।
  • Link to this news (আজ তক)