• হুগলিতে হাড়হিম হত্যাকাণ্ড, বাড়িতেই মহিলার...
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধান সরকার: ঘনিষ্ঠ কেউ-ই খুনের সঙ্গে জড়িত! বাড়ি থেকে উদ্ধার হল মহিলার গলাকাটা দেহ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। হাড়হিম হত্যাকাণ্ড হুগলির জাঙ্গিপাড়ায়।

    স্থানীয় সূত্রে খবর, নিহত মহিলার নাম আফসানা বেগম। জাঙ্গিপাড়ার ফুরফুরা ফুলবাগান এলাকায় একটি বাড়়িতে একাই থাকতেন তিনি। ওই মহিলার পাঁচ সন্তান। কিন্তু তাঁরা কেউ-ই অবশ্য মায়ের সঙ্গে থাকতেন না। সকলেই বাইরে থাকেন। আর স্বামী? একাধিক মহিলার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক! অন্য এক মহিলাকে নিয়ে শিয়াখালায় থাকেন। তবে মাঝেমধ্যে আফসানার বাড়িতে আসতেন তিনি। 

    আজ, শুক্রবার দুপুরে বাড়িতে ওই মহিলার গলাকাটা দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় থানায়। প্রাথমিক তদন্তে অনুমান, খুব ঘনিষ্ঠ বা পরিচিত কারও হাতে খুন হয়েছেন ওই মহিলা। প্রতিবেশী ও মৃতার দিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে কলকাতার ইএম বাইপাসে গাড়িতে থামিয়ে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে দুষ্কৃতীরা। কবে? গতকাল, বৃহস্পতিবার রাতে। এরপর আজ, শুক্রবার সকালে NRS হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর।  তদন্তে জানা গিয়েছে, মহম্মদ ফারুক আনসারি সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রোফিয়া সাকিল নামে বছর চব্বিশের ওই তরুণী। রাতে  ফারুকের সঙ্গে গাড়ি করে ইএম বাইপাসের কাছে চায়ের দোকানে আসে রোকিয়া।

    এদিকে ফারুকের গাড়ির জিপিএস ট্র্যাক করে বাইকে করে সেখানে হাজির হয় তার ১৬ বছরের ছেলে মহম্মদ আরসলাম, তার স্ত্রী শাহজাদি ফারুক এবং ২২ বছরের ওয়াসিম আকরম। আচমকাই ১৬ বছরের আরসলাম ছুরি দিয়ে রোফিয়া শাকিলকে এলোপাথারি আক্রমণ করে।

  • Link to this news (২৪ ঘন্টা)