• পরপর চার রাউন্ড গুলি! ঝাঁঝরা তৃণমূলকর্মী, তীব্র আতঙ্ক...
    ২৪ ঘন্টা | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: নৈহাটিতে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন তৃণমূলকর্মী! চলল তিন থেকে চার রাউন্ড গুলি। এলাকায় তীব্র আতঙ্ক। 

    পুলিস সূত্রের খবর,  নিহত যুবকের নাম সন্তোষ যাদব। নৈহাটির ব্যানার্জি পাড়ার বাসিন্দা ছিলেন। ঘড়িতে তখন প্রায় চারটে। বিকেলে গোয়ালা ফটক এলাকায় গঙ্গার ধারে বসেছিলেন সন্তোষ। সঙ্গে ছিলেন আরও বেশ বেশ কয়েকজন। অভিযোগ, হঠাত্‍ কয়েকজন দুষ্কৃতী এসে সন্তোষকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। মাথায় গুলি লাগে। এরপর নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। স্থানীয় বিধায়ক দাবি, নিহত ব্যক্তি তৃণমূলকর্মী। তবে কী কারণে এই হামলা? কারা-ইবা হামলা চালাল? তা স্পষ্ট নয় এখনও। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

    এর আগে, নৈহাটিতে শূন্য়ে গুলি চলেছিল পিকনিকে! ২ জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল। পুলিস সূত্রে খবর, সেদিন পিকনিক হচ্ছিল  শিবদাসপুর থানার ভবাগাছির এলাকার মল্লিকবাগানে। নাচ-গান, হইহুল্লোড়ে মেতে উঠছিলেন বেশ কয়েকজন যুবক। বসেছিল মদ্যপানের আসরও। এরপর আমচকাই শূন্যে দু'রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দ পেয়ে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।

  • Link to this news (২৪ ঘন্টা)