• তিন বছর ধরে নির্মাণকর্মী হিসেবে বাংলায় বাস, সীমান্ত পেরতে গিয়ে গ্রেপ্তার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্ত পেরিয়ে বেশ কয়েক বছর আগে এদেশে এসেছিলেন তিন বাংলাদেশি। দিব্যি নির্মাণ সংস্থার কর্মী হিসেবে বাংলার বিভিন্ন জায়গায় কাজও করছিলেন। এবার চোরাপথে সীমান্ত পেরনোর সময় ধরা পরে গেলেন তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তিনজন। টহলদারি পুলিশকর্মীরা তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পরেই জানা যায়, ওই তিনজন আসলে বাংলাদেশি। ধৃতদের নাম কামরুল ইসলাম, ছকিনুর বেগম ও নিলুফা খাতুন। তাঁরা বাংলাদেশের পৃথক জায়গায় থাকেন বলে খবর।

    বছর তিনেক আগে ওই তিনজন চোরাপথেই বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। নির্মাণকর্মী হিসেবে তাঁরা বিভিন্ন জায়গায় কাজ করেন। কাজের সূত্রে ওই সব জায়গাতেই তাঁরা থাকতেন। মাঝেমধ্যে ছুটি নিয়ে লুকিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বাড়িতে যেতেন। এবারও সেই একইভাবে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। সেসময় পুলিশের হাতে তাঁরা ধরা পড়েন।

    গভীর রাতে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ এলাকা দিয়ে তাঁরা যাচ্ছিলেন। অত রাতে তাঁদের দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের কাজ থেকে এদেশের কোনও পরিচয়পত্রও পাওয়া যায়নি। শেষপর্যন্ত জেরায় সত্য কথা বেরিয়ে যায়। তারপরেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিন বসিরহাট আদালতে ধৃতদের তোলা হয়। কামরুল ইসলাম ও নিলুফা খাতুনের বাড়ি যশোহরে। ছকিনুর বেগমের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়।
  • Link to this news (প্রতিদিন)