ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রেশন দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময়ে জেলবন্দি ছিলেন। নতুন বছর শুরুতে জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জামিন পেয়ে তিনি বিধানসভাতেও একবার গিয়েছিলেন নিজের বেতন চাইতে। দুটি স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হয়েছেন। আসন্ন বাজেট অধিবেশনেও বিধানসভায় জ্যোতিপ্রিয় উপস্থিত থাকবেন বলেই খবর। আর এই সূত্রেই আরও জানা যাচ্ছে, এবার তাঁর আসন বদল হচ্ছে। দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয়র মন্ত্রী পদ বাতিল হয়। তিনি এখন আর মন্ত্রী নন। কিন্তু বাজেট অধিবেশনে তাঁর আসন মন্ত্রীদের কাছাকাছিই বরাদ্দ হয়েছে বলে খবর।
আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাবড়ার বিধায়ক হিসেবে ওই অধিবেশনে উপস্থিত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভা সূত্রে খবর, এবার তাঁর আসন বদল হচ্ছে। ২০১১ সাল থেকে ২০২৩-এ গ্রেপ্তারির আগে পর্যন্ত তিনি বসতেন মন্ত্রীদের জন্য বরাদ্দ ট্রেজারি বেঞ্চের নির্দিষ্ট জায়গায়। ২০১১ সাল থেকেই তিনি মন্ত্রী। প্রথম দুবার খাদ্যদপ্তর এবং ২০২১ সালে বনদপ্তরের দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক। ২০২৩ সালে ইডির হাতে গ্রেপ্তারির পর তিনি মন্ত্রিত্ব খোয়ান।
তবে নতুন বছরে জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে উঠেছেন হাবড়ার বিধায়ক। বিধানসভায় যাতায়াতের সুবাদে তাঁকে বিধানসভার দুটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য করা হয়েছে তাঁকে। বাজেট অধিবেশনে জ্যোতিপ্রিয়র স্থান বদল হতে চলেছে। সাধারণত বিধানসভায় শাসকদলের প্রবীণ বিধায়করা বসেন ট্রেজারি বেঞ্চের কাছে। এবার জ্যোতিপ্রিয় যেখানে বসবেন, তা ট্রেজারি বেঞ্চের কাছে। যদিও বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রীদের জন্য ওই জায়গাই বরাদ্দ। তাই বালুও বসবেন ওখানে।