• হলদিয়ার পর কাঁথি, সমবায় নির্বাচনে তৃণমূল-বিজেপিকে টেক্কা দিল বামেরা
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • হলদিয়ার পর কাঁথি। দু’দিন আগেই ‘হলদিয়া কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি’-র নির্বাচনে জিতেছিলেন বাম সমর্থিত প্রার্থীরা। এ বার কাঁথিতেও কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে উড়ল লাল আবির। নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল-বিজেপি। সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে ভিত শক্ত করছে বামেরা? আলোচনা জেলার রাজনৈতিক মহলে। 

    ১৪ ফেব্রুয়ারি কাঁথি-৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে মনোনয়নেই তৃণমূল, বিজেপিকে টেক্কা দিল সিপিএম। এই সমবায়ে মোট আসন সংখ্যা ৯টি। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেখানেই পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সিপিএমের প্রার্থীরা। বাকি চারটি আসনে প্রার্থী জোগাড় করেছে তৃণমূল। তবে বিজেপি একটি আসনেও প্রার্থী দিতে পারেনি।

    এই সমবায়ে শেষবার নির্বাচন হয়েছিল ২০১৫ সালে। তখনও সমবায়ের বোর্ড দখল করেছিল সিপিএম। ২০২০ সালে মেয়াদ শেষ হলেও আর নির্বাচন হয়নি। ২০২৫-এ নির্বাচন ঘোষণা হয়। এ বারও জয়ের ধারা বজায় রাখল সিপিএম। সমবায় নির্বাচনে জিতে আগামীতে পঞ্চায়েত, বিধানসভা স্তরেও  ভালো ফলের ব্যাপারে আশাবাদী স্থানীয় জেলা সিপিএম নেতৃত্ব। 

    সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ঝড়েশ্বর বেরা বলেন, ‘মানুষ তৃণমূলের দুর্নীতি ও বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে। তৃণমূল ও বিজেপি প্রার্থী দিতে পারেনি একাধিক আসনে। এই সমবায়ে আমরাই বোর্ড গঠন করব।’ স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ বেজ বলেন, ‘পরবর্তীকালে ওই এলাকায় সংগঠন কী ভাবে মজবুত করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ করা হবে।’ 

  • Link to this news (এই সময়)