মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালেন এক যুবক। তাঁর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন চার জন। যার ফলে উত্তেজিত জনতা ভাঙচুর চালাল গাড়িটিতে। শুক্রবার বিকেলে বর্ধমানের কাটোয়া রাজ্য সড়কের ঘটনা।
স্থানীয় সূত্রের খবর, কাটোয়ার দিক থেকে বর্ধমান শহরের দিকে আসছিল চারচাকার একটি গাড়ি। কাটোয়া রোডে ভাতারের বেলেণ্ডা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি পর পর দু’টি বাইকে ধাক্কা মারার পর থেমে যায়। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুই বাইকে থাকা চার ব্যক্তি। দুর্ঘটনার পরেই গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন গাড়িচালক।
স্থানীয়েরা জানিয়েছেন, বাইকচালকেরা রাস্তার বাঁ দিক ঘেঁষেই বাইক চালাচ্ছিলেন। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে ছুটে আসে এবং হঠাৎই বাঁ দিক ঘেঁষে বাইকে ধাক্কা দেয়। তার পর গাড়িটির সামনের দুটি চাকা ফেটে যায়। বিকট শব্দ সকলে ছুটে গিয়েছিলেন। তাঁরা গাড়িচালককে আটক করে পুলিশে খবর দেন। ওই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ ছিল রাস্তা।
দুর্ঘটনা এবং গন্ডগোলের খবর পেয়ে অকুস্থলে যায় ভাতার থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাতার গ্রামীণ হাসপাতালে। চারচাকা গাড়িটির চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।