• সদর মহকুমাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা তুঙ্গে
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: শুক্রবার বহরমপুর স্টেডিয়াম মাঠে হয়ে গেল সদর মহকুমাস্তরের অবৈতনিক, নিম্নবুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত, জেলা শিক্ষা আধিকারিক এষা ঘোষ। ক্রীড়া কমিটির আহ্বায়ক তথা বহরমপুর সদর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস দে বলেন, এবার মহকুমাস্তরের প্রতিযোগিতা আয়োজনের সমগ্র দায়িত্ব পড়েছে সদর পশ্চিম চক্রের উপর। আমরা সার্বিক সাফল্যের জন্য চেষ্টা করেছিলাম। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমাদের প্রয়াস স্বার্থক বলেই মনে করছি। আগামী ৮-৯ ফেব্রুয়ারি এই মাঠেই জেলাস্তরের প্রতিযোগিতা হবে। এদিন সদর মহকুমার ১১টি চক্রের ৭৬৫টি প্রাথমিক স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বালক ও বালিকা বিভাগে পৃথক ৩৪টি ইভেন্টে ৩৩৮জন পড়ুয়া অংশ নিয়েছিল। চক্রস্তরের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা মহকুমাস্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুর ১২টা নাগাদ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শপথবাক্য পাঠ করান প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এদিনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। ড্রিল ড্যান্সে অংশ নিয়েছিল ৪০ নম্বর নওদা পানুর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রী লিপ্সা মণ্ডল। লিপ্সা বলে, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলা নিয়মিত চর্চা করি। খেলতে ভালো লাগে।  ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম গোবিন্দপুর প্রথমিক বিদ্যালয়ের ছাত্র আলামিল আলি বলে, প্রথম হয়ে খুব ভালো লাগছে। জেলাস্তরে অংশ নিতে পারব।  খেলা দেখতে স্টেডিয়াম মাঠের গ্যালারি অভিভাবক, অভিভাবিকা ও পড়ুয়াদের ভিড়ে ঠাসা ছিল। তেজপাল লোহিয়া জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য সিংহ বলেন, শুভাশিস দে সদর পশ্চিম চক্রের দায়িত্ব নেওয়ার পর পঠনপাঠন সহ খেলা ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনেছেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)