নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার রাতে গঙ্গাজলঘাটি থানার পুলিস একটি জুয়ার আসর থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে বোর্ডমানির এক লক্ষ ৫৩ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই রাতে পুলিস বড়শাল গ্রাম পঞ্চায়েতের ধবনী এলাকায় হানা দিয়ে চারজনকে পাকড়াও করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম অসিত মাজি, বিধান মণ্ডল, মুক্তারাম মণ্ডল ও সুভাষ কাঞ্জিলাল। তাদের বাড়ি গঙ্গাজলঘাটি থানার বিভিন্ন গ্রামে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার(সদর) সিদ্ধার্থ দর্জি বলেন, বেশ কিছুদিন ধরেই জুয়ার ঠেক বসানোর অভিযোগ আসছিল। ধৃতরা ডাইস নিয়ে জুয়ার আসর বসাত। খবর পেয়ে পুলিস ধবনী গ্রামে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। ডাইস ও বোর্ডমানি বাজেয়াপ্ত করা হয়েছে। - নিজস্ব চিত্র