গিনেস রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের খুদে পড়ুয়া শ্রীহান
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা,দুর্গাপুর: বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম শুনে তার পরিবর্তে সঠিক নাম বলে গিনেস রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের খুদে পড়ুয়া শ্রীহান। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার হরিবাজার এলাকার বাসিন্দা বছর সাতের শ্রীহান পাল। এর আগেও ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম মনে করে বলে এশিয়া বুক অব রেকর্ডে নাম তুলেছে সে। তারপর ইন্ডিয়া বুফ অব রেকর্ডসেও নাম তুলেছিল। এবার সে এক বিদেশি পড়ুয়ার রেকর্ড ভেঙে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রতিভাবান শ্রীহান গিনেস রেকর্ড ভাঙায় গর্বিত দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী।সে স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। তার বাবা সৌরভ পাল। মা পৌলমী পাল। ২০২৩ সালে এশিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে। তখন ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বলেছিল ৯ মিনিট ৩০ সেকেন্ডে। তবে গিনেস রেকর্ড গড়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি উল্টো ছিল। তাকে এক মিনিটে বিভিন্ন জীবজন্তুর বিজ্ঞানসম্মত নাম বলা হয়েছিল। সে বিজ্ঞানসম্মত নাম ধরে জীবজন্তুর সঠিক নাম বলতে পেরেছিল। এক মিনিটে ৫৮টি প্রাণীর সঠিক নাম বলেছিল।