বিষ্ণুপুর স্টেডিয়ামে শুরু হল আন্তঃ কলেজ বার্ষিক ক্রীড়া
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ার ১৯টি কলেজের পড়ুয়াদের নিয়ে বিষ্ণুপুর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী, রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ই প্রমুখ। বিভিন্ন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন।
উপাচার্য বলেন, বাঁকুড়া জেলার ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও অগ্রণী ভূমিকা রয়েছে। বিভিন্ন খেলায় বাঁকুড়ার ছেলেমেয়েরা রাজ্য এবং জাতীয় স্তরে উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমাদের সরকারও খেলাধুলায় যথেষ্ট গুরুত্ব দেয়। খেলাধুলায় পারদর্শীদের উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। প্রতিযোগিতার মধ্যে দিয়েই তাঁদের এগিয়ে নিয়ে যেতে হবে। অধ্যক্ষা বলেন, এবারে আমাদের কলেজের উপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করার দায়িত্ব বর্তেছে। বিষ্ণুপুর স্টেডিয়ামে তার আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে তা চলবে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর আন্তঃ কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনা করার জন্য একটি কলেজকে দায়িত্ব দেওয়া হয়। এবার সেই দায়িত্ব বিষ্ণুপুর রামানন্দ কলেজকে দেওয়া হয়েছে। সেই মতো কলেজের পক্ষ থেকে বিষ্ণুপুর স্টেডিয়ামে শুক্রবার এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ২০টি ইভেন্ট রয়েছে। এছাড়াও ছাত্রদের ফুটবল এবং ছাত্রীদের খো খো প্রতিযোগিতা রয়েছে। ফুটবলে মোট ১৮টি কলেজ অংশ নিয়েছে। খো খো তে ৮টি কলেজের ছাত্রীরা খেলবেন। এদিন অ্যাথলেটিক্সের ইভেন্টগুলি হয়। আজ, শনিবার ফুটবল প্রতিযোগিতা হবে। আগামী রবিবার খো খো এবং বিভিন্ন বিভাগের চুড়ান্ত খেলাগুলি হবে। ওইদিনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।