খুচরো বাজারে অগ্নিমূল্য গাঁদাফুল, দাম পাচ্ছেন না চাষিরা
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সরস্বতী পুজোর আগে বাঁকুড়ায় অগ্নিমূল্য গাঁদাফুল। অথচ চাষিরা দর পাচ্ছেন না। ফড়েদের দৌরাত্ম্যে জেলার ফুলচাষিরা লোকসানের মুখ দেখছেন বলে অভিযোগ। ঘটনায় বড়জোড়া, সোনামুখী, ওন্দা সহ দামোদর ও দ্বারকেশ্বর নদ তীরবর্তী ব্লক এলাকার ফুল চাষিদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। চাষিরা নিজেদের মধ্যে সমবায় বা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে সরাসরি ফুল বাজারজাত করতে পারলে লাভের মুখ দেখবেন বলে ওয়াকিবহাল মহলের অভিমত। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাঁকুড়ার বেশিরভাগ ফুল কোলাঘাট, পাঁশকুড়া থেকে আসে। ফলে ওই বাজারের দর অনুযায়ী ফুলের দাম ওঠানামা করে। খুচরো বাজারে বর্তমানে প্রতি পিস হলুদ ও লাল গাঁদার মালা যথাক্রমে ২০ ও ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু চাষিরা খুব বেশি হলে গড়ে মালাপিছু ৫-৭ টাকা দাম পাচ্ছেন। প্রতিটি মালায় কমবেশি ৩৫টি ফুল থাকে। বড়জোড়ার মানাচর এলাকার ফুল চাষি মিলন সরকার, নিতাই মণ্ডল বলেন, এক বিঘা জমিতে গাঁদা চাষ করতে আট হাজার চারা রোপণ করতে হয়। প্রতি হাজার পিস চারা ৩০০ টাকায় কিনতে হয়। তার আগে জমিতে দু’বার চাষ দিতে মাটি তৈরি করতে আড়াই হাজার টাকা খরচ হয়। রাসায়নিক সার ও কীটনাশক বাবদ ন’ হাজার টাকা খরচ হয়। চাষ ও ফুল তোলার জন্য বহু শ্রমিকের প্রয়োজন। ফলে বিঘাপিছু সবমিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়।