সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের বারোবিশা চৌপথিতে একটি বাসের পিছনে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। এতে ছোট গাড়ির চালক জখম হয়েছেন। সংঘর্ষের জেরে ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর বারোবিশা ফাঁড়ির পুলিস এসে ছোট গাড়িটি আটক করে। ছোট গাড়ির চালককে চিকিৎসার জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, ৩১ সি জাতীয় সড়ক ধরে বাসটি অসমের দিকে যাচ্ছিল। বারোবিশা চৌপথির ট্রাফিক সিগন্যাল বন্ধ থাকায় বাসটি জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে। সেসময় ছোট গাড়িটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে ছোট গাড়ির চালক জখম হন।